এড়িয়ে লেখায় যান

ওয়ার্ডপ্রেস ব্লগে দীর্ঘ পোস্ট লিখুন একাধিক পাতায়

জুন 28, 2011

বিভিন্ন বিষয়ে ব্লগিং অনেকেই করে থাকেন, কিন্তু তাদেরই মধ্যে এমনও ব্লগার আছেন যারা দীর্ঘ পোস্ট লেখেন। কেউ বা অনেকগুলি পর্বে গল্প লেখেন, কেউ বা এমন কিছু টিউটোরিয়াল লেখেন যা অল্প কিছু কথায় পাঠককে বুঝিয়ে দেওয়া যায়না। বিভিন্ন কারনে দীর্ঘ পোস্ট লেখার প্রয়োজন হতে পারে। আপনারাও এমন পরিস্থিতির সম্মুখীন হলে কী করবেন? দীর্ঘ একটি পোস্ট একাধিক পর্বে লিখলে অনেক সময়ে প্রাসঙ্গিকতা হারায়। একটিই পোস্টে পুরোটা লেখা হলে ভাল হয়।

আরও পড়ুন…

পৃষ্ঠা: 1 2

ব্যাক্তিত্ব নিয়ে যত কথা

জানুয়ারি 11, 2010
by

 

ব্যাক্তিত্ব কি? বা, ব্যাক্তিত্ব বলতে আমরা কি বুঝি? কিসের ভিত্তিতে আমরা বলি উনার ব্যাক্তিত্ব অনেক প্রখর আর উনার ব্যাক্তিত্ব নেই। আসলে এটা কি পরিমাপের বিষয়? এটা কি তুলনা করা যায়? এসব জিজ্ঞাসাকে সামনে রেখেই জানতে শুরু করেছিলাম। জানার জন্য বেছে নিয়েছিলাম ইন্টারনেট। ইন্টারনেট থেকে যা জানতে পেরেছি এবং নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করতেই এই লেখনি।

এক কথায় বলতে গেলে ব্যাক্তিত্ব হচ্ছে অভিজ্ঞতার ঝুলি, আর এই ঝুলিতে রয়েছে – আমরা প্রতিনিয়ত যা বলি, যা করি, যা অনুভব করি, যা ভাবি, যা আশা করি, যা বিশ্বাস করি; সাথে রয়েছে চলার পথে আমরা কোন পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া দেখাই সে সবকিছু। আরও পড়ুন…

আগামীকাল গুগলফোনের আত্মপ্রকাশ

জানুয়ারি 4, 2010

আর মাত্র ২৪ ঘন্টার অপেক্ষা। গুগল তাদের মাউন্টেইন ভিউ (ক্যালিফর্নিয়া) অফিসে একটি প্রেস কনফারেন্স ডেকে আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়তে চলেছে Google – HTC Nexus One বা, আমরা যাকে গুগল ফোন বলছি। দামের দিক দিয়ে যেটুকু জানা গিয়েছে, ৫৩০ ডলার (আনলক ফোন), আর ১৮০ ডলারে পাওয়া যাবে ২ বৎসরের AT&T প্যাকেজ সহ। যদিও গুগল এই ফোন নিজে বানায়নি, কিন্তু জানা গিয়েছে যে এটি তৈরীর সময়ে গুগলের ইঞ্জিনিয়াররা রীতিমতো সামনে দাঁড়িয়ে থেকেছিলেন।

Google HTC Nexus One

Digg.com’এ ছড়িয়ে দিন বাংলা ব্লগার সম্প্রদায়ের অস্তিত্ব

জানুয়ারি 3, 2010

সকল বাংলা ব্লগারকে আহবান জানাচ্ছি, আমাদের অতি প্রিয় এবং প্রাণের বাংলা ভাষায় লেখা ব্লগগুলিকে একত্রে আনার প্রয়াসকে Digg.com’এর মাধ্যমে ছড়িয়ে দিন সারা পৃথিবীতে, আপনাদের সকল পরিচিতদের কাছে পৌছে দিন এই বার্তা। সারা পৃথিবীতে যে যেখানেই থাকুন, যারা বাংলায় লিখছেন, সবাইকে আমন্ত্রণ জানান, এই সম্প্রদায়ের সাথে পথ চলতে অনুরোধ জানাচ্ছি। ইন্টারনেটে বাংলার প্রসারে আমরা এইটুকু নিশ্চয় অবদান রাখতে পারি। এখানে যে Digg it বোতাম দেখতে পাচ্ছেন, সেটিকে ক্লিক করে Digg vote করুন। যাদের যাদের একাউন্ট নেই, তারা একাউন্ট বানিয়ে নিন। আমার Digg.com ইউজারনেম BDDigger, আপনাদের একাউন্টে কনট্যাক্ট তালিকায় যুক্ত করে নিতে পারেন।

গুগল সার্চ রোবট আমাদের ব্লগকে দ্রুত ইন্ডেক্স করছে

জানুয়ারি 3, 2010
by

অত্যন্ত আনন্দের বিষয়, গুগল রোবট (Googlebot) আমাদের ব্লগের লেখাগুলি ইন্ডেক্স করছে অতি দ্রুততার সাথেই। আমাদের ব্লগের জন্য এটা অনেক ভালো খবর তাতে সন্দেহ নেই। এই ব্লগে বেশ কিছু ব্লগার নথিভুক্ত হয়েছেন, আপনারা যে যাই লিখুন, সব লেখাই দ্রুততার সাথে গুগলে ইন্ডেক্স হয়ে যাবে। সবাই কিছু না কিছু নিয়মিত ভাবে লিখুন, যেকোনো বিষয়েই হোক না কেন। ধারাবাহিক ভাবে ব্লগে আপডেট চলতে থাকলে বাংলা ব্লগগুলির সার্চ পাতায় আমাদের ব্লগ একটি স্থান করে নিতে পারবে।

faster blog indexing আরও পড়ুন…