এড়িয়ে লেখায় যান

গুগল সার্চ রোবট আমাদের ব্লগকে দ্রুত ইন্ডেক্স করছে

জানুয়ারি 3, 2010
by

অত্যন্ত আনন্দের বিষয়, গুগল রোবট (Googlebot) আমাদের ব্লগের লেখাগুলি ইন্ডেক্স করছে অতি দ্রুততার সাথেই। আমাদের ব্লগের জন্য এটা অনেক ভালো খবর তাতে সন্দেহ নেই। এই ব্লগে বেশ কিছু ব্লগার নথিভুক্ত হয়েছেন, আপনারা যে যাই লিখুন, সব লেখাই দ্রুততার সাথে গুগলে ইন্ডেক্স হয়ে যাবে। সবাই কিছু না কিছু নিয়মিত ভাবে লিখুন, যেকোনো বিষয়েই হোক না কেন। ধারাবাহিক ভাবে ব্লগে আপডেট চলতে থাকলে বাংলা ব্লগগুলির সার্চ পাতায় আমাদের ব্লগ একটি স্থান করে নিতে পারবে।

faster blog indexing

এর পরেই যেটা আমি দেখতে চাইছি তা হল গুগল ইমেজ সার্চ রোবট (Googlebot-Image) কতো তাড়াতাড়ি আমাদের ব্লগের ছবিগুলিকে ইন্ডেক্স করছে।

2 টি মন্তব্য leave one →
  1. জুন 30, 2011 9:58 পুর্বাহ্ন

    আপু,
    আমার ব্লগটাও দেখি যে ইদানিং কোন পোষ্ট করতে না করতেই গুগোল ইন্ডেক্স করে ফেলেছে। 🙂

  2. জানুয়ারি 4, 2010 9:20 অপরাহ্ন

    ওয়াও!!! গুড নিউজ। 😛
    থ্যাঙ্ক ইউ আপি।

এখানে আপনার মন্তব্য রেখে যান