এড়িয়ে লেখায় যান

তৈরী করুন আপনার নিজস্ব ওয়ার্ডপ্রেস ব্লগ

ডিসেম্বর 27, 2009

আপনি কি ওয়ার্ডপ্রেস ভালোবাসেন? নিজের একটি ব্লগ বানাতে চান? অতি সহজেই বানিয়ে ফেলুন নিজস্ব একটি বাংলা ব্লগ। প্রথমেই bn.wordpress.com লিঙ্কে যান, নিচে দেখানো স্ক্রিনের মতো পাতায় পৌছোবেন। এটি হল জনপ্রিয় ব্লগ প্ল্যাটফর্ম ‘ওয়ার্ডপ্রেস” বাংলা ওয়েবসাইট। এখানে পাবেন অন্যান্য ব্লগারদের লেখাগুলির লিঙ্ক। এখানে দেখানো লিঙ্ক বোতামে চেপে অগ্রসর হোন… Learn how to create a free wordpress.com blog


আপনি পৌছোবেন নিচের দেখানো পাতায়। এখানে নিজের বিবরণ সঠিকভাবে দিয়ে দিন। How to signup for a blog


এর পরে নিজের ইমেইল ঠিকানায় দেখুন একটি ইমেইল বার্তা পৌছোবে যাতে থাকবে একটি লিঙ্ক যেটা ক্লিক করে আপনাকে নির্দিষ্ট করে জানাতে হবে যে এই ব্লগটি আপনিই বানাতে চেয়েছেন। ইমেইল ভেরিফিকেশানের শেষে আপনার ব্লগ পুরোপুরিভাবে আপনার নিয়ন্ত্রণাধীন হবে। তার পরে আপনি আপনার ব্লগকে নিজের পছন্দের মতো করে সাজিয়ে নিতে পারবেন। Blog, WordPress, Free blogs, Bangla blogs, Bengali blogs

14 টি মন্তব্য leave one →
  1. জানুয়ারি 30, 2022 3:53 অপরাহ্ন

    আমার ওয়ার্ডপ্রেস ব্লগটি লিংক শেয়ার করলে সেটা কেও পড়তে পারছেনা | ওয়ার্ডপ্রেস কি একেবারে ফ্রি না?
    https://subjectsbd.wordpress.com/

  2. জানুয়ারি 30, 2022 3:51 অপরাহ্ন

    আমার ওয়ার্ডপ্রেস ব্লগটি লিংক শেয়ার করলে সেটা কেও পড়তে পারছেনা | ওয়ার্ডপ্রেস কি একেবারে ফ্রি না?

  3. মে 15, 2015 3:38 পুর্বাহ্ন

    শিখতে পারলাম। আমার আঙিনায় আপনার পদচারনা ঘটুক….

  4. সেপ্টেম্বর 15, 2014 10:08 অপরাহ্ন

    ধন্যবাদ। নতুনদের জন্য অত্যন্ত কার্যকর হবে আশাকরি। তবে মজার ব্যপার হলো WordPress.Org এর সাথে WordPress.com এর অনেক বেশি অমিল দেখা যায়… হা হা

  5. সেপ্টেম্বর 15, 2014 9:57 অপরাহ্ন

    খুব ভালো উদ্যোগ…

  6. এপ্রিল 15, 2014 9:54 অপরাহ্ন

    এটা জানি ধন্যবাদ

  7. মার্চ 20, 2012 10:10 অপরাহ্ন

    ভাল তথ্য। আমিও শিখছি।

  8. মার্চ 7, 2010 1:10 অপরাহ্ন

    রিয়া আপু আমি একটি চিত্রভিত্তিক টিটোরিয়াল ব্লগ খুলতে আগ্রহী।কিন্তু আপু আমি জানতে চাই আপনি screenshet নেন কিভাবে। আপনি কি কোনো সফটওয়ার ব্যবহার করেন? আর কি-বোর্ড এর print screen Sys Rq বাটন প্রেস করে screenshet নিলে তা ভাল আসে না ফেটে যাই।তাই এমন কোনো উপায় আছে যার সাহায্য উচ্চমানের screenshet নেওয়া যাই।
    আশা করি জবাব দিবেন। ধন্নবাদ

    • রিয়া permalink
      মার্চ 7, 2010 1:21 অপরাহ্ন

      উপরের স্ক্রিনশট আমি Print Screen দিয়েই নিয়েছি। সাধারনত আমি এটাই ব্যবহার করি। অন্য সফটওয়্যার ব্যবহার করি যদি সম্পুর্ণ স্ক্রিনশট প্রয়োজন পড়ে।

  9. shahrinarahman permalink
    ডিসেম্বর 27, 2009 2:06 অপরাহ্ন

    আমি গতকার শুরু করলাম ওয়ার্ডপ্রেসে লেখা। তার আগে ব্লগস্পটে ছিলাম ।যা হোক, এখানের টেমপ্লেট আপলোড করে চেঞ্জ করবার ব্যবস্থাটা বর্ণনা করবেন কি?

    • ডিসেম্বর 27, 2009 5:02 অপরাহ্ন

      হ্যাঁ নিশ্চয়, আমি ওয়ার্ডপ্রেস ব্লগের বেসিক সবকিছু ধারাবাহিক আকারে লিখার জন্যই ব্লগের এই বিভাগ চালু করেছি। ধীরে ধীরে আরো গভীরে লিখবো। আপাতত আপনার প্রশ্নের উত্তর জানাই (যাতে আপনাকে আমার লেখা পর্যন্ত অপেক্ষা করতে নাহয়), আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে বাঁদিকের মেনু বারে আছে Appearance সেই মেনুর মধ্যেই আছে থিম। ফ্রি ওয়ার্ডপ্রেসে আপনি নিজে কোনো থিম আপলোড করতে পারবেননা, ওই থিম মেনু’তে গেলেই প্রফুর ফ্রি থিম পাবেন, সেখান থেকেই নিজের পছন্দের থিম বেছে নিতে হবে। এইসব ফিচার পেতে হলে সামান্য টাকা দিয়ে ফিচার কিনতে হবে, সেটা একেবারে ফ্রি হবেনা।

  10. ডিসেম্বর 27, 2009 9:59 পুর্বাহ্ন

    সুন্দর পোস্ট আপু। নতুনদের কাজে লাগবে। ধন্যবাদ পোস্টের জন্য।

    • ডিসেম্বর 27, 2009 10:05 পুর্বাহ্ন

      😀 বেসিক শুরু হল, পরের ধাপগুলিও একইসাথে এগিয়ে নিয়ে যেতে হবে

Trackbacks

  1. আমিও লিরিকিস্ট… | ĻỲЯĨĈŜ ҢÛŇŤÈЯ

এখানে আপনার মন্তব্য রেখে যান